প্রধান শিক্ষকের বাণী

শিক্ষাই জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। আর শিক্ষকরাই তার কারিগর যে জাতীয় যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষকরাই পারেন জাতিকে সে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে। শিক্ষার মান উন্নয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা মোতাবেক দেশের প্রতিটি উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজ জাতীয়করণ হয়েছে। বিদ্যালয় ও এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রীকে। আমাদের যশোর-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব রনজিত কুমার রায় এর প্রচেষ্টায় বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়টি জাতীয়করণ হয়েছে এ কারণে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রীসহ বাঘারপাড়া বাসি চিরকৃতজ্ঞ। বিদ্যালয়ের জেএসসি ও এসএসসি পরীক্ষায় ২০১০ খ্রিস্টাব্দ হতে ২০১৯ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিবছর পর্যায়ক্রমে সকল ক্ষেত্রে সন্তোষজনক ভালো ফল অর্জন করেছে।
বিদ্যালয়টি এই সরকারের আমলে অবকাঠামোসহ সামগ্রিকভাবে উন্নয়ন হচ্ছে। বিদ্যালয়টি শিক্ষায়, সংস্কৃতিতে ও ক্রীড়াঙ্গনে অসাধারণ সব কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। প্রিয় ছাত্র-ছাত্রীদের প্রতি আমার নির্দেশনা, তোমরা যেন সততা, ন্যায় পরায়ণতা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে নিজেদেরকে গড়ে তুলবে। তোমরাই নির্মাণ করবে আগামী দিনের সুন্দর বাংলাদেশ। তোমাদের প্রতি আমার দোয়া রইল।
এ বছর এই প্রথম বিদ্যালয় থেকে “স্মরণিকা” প্রকাশিত হতে যাওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী পরিচালনা পরিষদের সদস্য ও শিক্ষার্থীদের কে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন

প্রধান শিক্ষক
বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,
বাঘারপাড়া, যশোর।