সভাপতির বাণী

বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হতে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে “স্মরণিকা” প্রকাশিত হতে যাচ্ছে জেনে আমি অভিভূত এবং সেই সাথে আনন্দিত। শিশুর সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত উৎসাহজনক।
ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ কর্ণধর। দেশপ্রেম, সততা, নৈতিকতা ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে ছাত্রজীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যার পরবর্তীতে দেশ গঠনে ও দেশের কল্যাণে কাজ করতে প্রধান ভূমিকা পালন করে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, তথ্য প্রযুক্তি, সাহিত্য, শিল্প- সংস্কৃতি প্রভৃতি সকল ক্ষেত্রে যে নবজাগরণের সূচনা হচ্ছে, নেতৃত্বের গুণাবলীতে সমৃদ্ধ হয়ে তা এগিয়ে নিয়ে যাবে দীপ্ত ছন্দে।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, শিল্প সংস্কৃতি, সাহিত্য প্রবৃদ্ধি সকল ক্ষেত্রে সুপ্ত প্রতিভার বিকাশে এই “স্মরণিকা” সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। প্রতিটি শিক্ষার্থীর মধ্যে ঘুমিয়ে থাকা সৃজনশীলতার বিকাশ হোক। নতুন আলোয় উদ্ভাসিত হোক জীবন।
স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কল্যাণ হোক সকলের জীবন।

তানিয়া আফরোজ
নির্বাহী অফিসার
বাঘারপাড়া উপজেলা, যশোর

সভাপতি
বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,
বাঘারপাড়া, যশোর